Friday 22 April 2011

নতুন ডোমেইন নিতে চান?জেনে নিন চোট্ট একটি টুলস এর সাহায্যে আপনার পছন্দের ডোমেইনটি আগে কেউ নিয়েছে কিনা।

ঘটনাটি ৮ মাস আগের। আমার পরিচিত একজন ভদ্র লোক নতুন একটি সাইট বানাতে চান। তো উনি পছন্দ করে ১০ নাম নিয়ে আসলেন আমার কাছে। আমি জানতে চাইলাম ১০ নাম আগে কেউ নিয়েছে কিনা?

উনি বললেন না নেয়নি। আমি বললাম  কি করে জানলেন?উনার সরল উত্তর GOOGLE  এ সার্চ দিয়ে দেখেছেন।পরবর্তিতে আমি দেখলাম প্রত্যেকটি ডোমেইন আগেই নেওয়া হয়ে গেছে।

গুগলে যদি কোন সাইট কে এড করা না হয় তাহলে সেই সাইট কখনো দেখাবে না। এটা হয়ত নতুনরা জানেন না। আসলে যারা নতুন সাইট বানাতে চান তারা জানেন না তার পছন্দের ডোমেইন available কিনা জানার উপায়। ব্যাপারটা খুব সোজা। প্রত্যেকটি হোস্টিং কোম্পানির সাইটে whois lookup অপশন থাকে। যার দ্বারা খুব সহজে জানা যায়। আরেকটি ছোট্ট টুলস আছে যার দ্বারা খুব সহজে জানা যেকোন ডোমেইন এর পুরো বর্ণনা।

http://www.domaintools.com/

1 comments:

Merkur - Xn Games Portal
Merkur - Xn Games Portal - Online Casino Game 메리트 카지노 고객센터 - Play Casino Games for free on Xn.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More