Friday 22 April 2011

উবুন্তুতে আইপি অথবা ম্যাক এড্রেস পরিবর্তন করবেন কিভাবে?

অপারেটিং সিস্টেম লিনাক্সের জয়জয়কার সর্বত্রই।দিনে দিনে এর ব্যবহারকারি যেন বেড়েই চলেছে।লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলোর মধ্যে উবুন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়।

আজ দেখাব কিভাবে কমান্ডের মাধ্যমে আইপি অথবা ম্যাক এড্রেস পরিবর্তন করতে হয় তার ধাপসমুহঃ

আমার এ পোস্টটি উবুন্তু ৯.০৪ ভার্সনের উপর ভিত্তি করে করা।

আইপি পরিবর্তনঃ

১. প্রথমে Terminal এ যেতে হবে।

এজন্যApplication এ প্রথমে ক্লিক করে সেখান থেকে Terminal এ যেতে হবে।


২.আইপি এড্রেস সেট করতে প্রথমে টাইপ করতে হবে sudo ifconfig eth0 xxx.xxx.xxx.xxx এরপর এন্টার চাপতে হবে।

এখানে উদাহরন হিসেবে আইপি ১.২.৩.৪ ধরা হয়েছে।


৩.পরিবর্তিত আইপি দেখতে হলে terminal আবার টাইপ করতে হবে ifconfig ।এরপর enter চাপতে হবে। ফলে খুব সহজেই পরিবর্তিত আইপি দেখা যাবে।



ম্যাক এড্রেস পরিবর্তনঃ

১.ম্যাক এড্রেস পরিবর্তন এর আগে বর্তমান ম্যাক এড্রেস দেখে নিতে হবে। এজন্য আবার Teeminal এ গিয়ে ifconfig লিখে Enter চাপতে হবে।

ফলে আমরা নিম্নুরূপ একটা উইন্ডো পাব। সেখান থেকে বর্তমান ম্যাক এড্রেস জেনে নিব।

How_to_Change_IP_or_MAC_Address_in_Linux-5




২. এই ধাপে ইন্টারনেট কানেকশান কে টেম্পরারি ডিসেবল করে নিতে হবে। ইন্টারনেট কানেকশান ডিসেবল করতে নিচের কমান্ড টি লিখতে হবে

sudo ifconfig eth0 down

How_to_Change_IP_or_MAC_Address_in_Linux-4

৩. এখন নিচের কমান্ডটির দ্বারা আমরা নতুন ম্যাক এড্রেস সেট করব।

sudo ifconfig eth0 hw ether xx:xx:x:xx:xx:xx

এখানে উদাহরন হিসেবে আমরা ম্যাক এড্রেস 00:01:23:fe:c6:34ব্যবহার  করেছি।
540px-How_to_Change_IP_or_MAC_Address_in_Linux-6




৪. এই ধাপে পুনরায় আবার নেট কানেকশান এনাবল করতে হবে। এজন্য নিচের কমান্ডটি লিখতে হবে

sudo ifconfig eth0 up

ow_to_Change_IP_or_MAC_Address_in_Linux-7

পুনরায় ifconfig কমান্ড লিখে enter চাপলে দেখা যাবে নতুন ম্যাক এড্রেস চালু হয়েছে।

How_to_Change_IP_or_MAC_Address_in_Linux-8

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More