Sunday 24 April 2011

জেনে নিন নেটওয়্যার্কিং এর খুটিনাটি।

             নেটওয়্যার্কিং নিয়ে অনেক দিন ধরে ভাবছি কিছু লেখালেখি করব,কিন্তু সময় হয়ে উঠে না।অবশেষে আজকে থেকে নেটওয়্যার্কিং নিয়ে ধারাবাহিক টিউন শুরু করে দিলাম।নেটওয়্যার্কিং আমার খুব পছন্দের একটা সাবজেক্ট।প্রথম যখন বাসায় ব্রডব্যান্ড নেই তখন আমি নেটওয়্যার্কিং এর ক ও জানতাম না।সামান্য আইপি বসাতে পারতাম না।খুব মেজাজ খারাপ হত।পরবর্তিতে নেটওয়্যার্কিং এর প্রয়োজনীয় বিষয় গুলো জানতে গুগলে ঘাটাঘাটি শুরু করে দিলাম।তাই আমি কয়েকটি পোস্টের দ্বারা নতুন দের জানাতে চেস্টা করব।


নেটওয়্যার্কিং কি? 


সহজ ভাষায়, কতগুলো কম্পিউটার যখন তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একে অপরের সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে সংযুক্ত থাকে তাকেই বলা হয় নেটওয়্যার্কিং।


নিচের ছবিটির দিকে ভালকরে তাকান।


কম্পঊটার নেটওয়্যার্কিং                                                 চিত্রঃ কম্পিওউটার নেটওয়্যার্কিং


চিত্র থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত। এটি একটি অফিস কম্পিউটার নেটওয়্যার্কিং এর চিত্র।


নেটওয়্যার্কিং এর প্রকারভেদঃ


কম্পিউটার নেটওয়্যার্কিং অনেক ভাবে বিভক্











এরিয়া ভিত্তিতে নেটওয়্যার্কিং তিন রকমঃ


১.লেন(LAN)


২.ম্যান(MAN)


৩.ওয়ান(WAN)




কাজের উপর ভিত্তি করে তিন রকমঃ


১.পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক


(PEER TO PEER NETWORK)


২.ক্লায়েন্ট সার্ভার নেটওয়্যার্ক


(CLIENT SERVER NETWORK)


৩. হাইব্রিড নেটওয়্যার্ক


(HYBRID NETWORK)



LAN কি?

                    LAN হচ্ছে Local Area Connection এর সংক্ষিপ্ত রূপ।একটি নির্দিষ্ট এলাকা যেমন বাড়ী,স্কুল,অফিস এর মধ্যকার কম্পিউটার গুলোর মধ্যে নেটওয়্যার্কিং এর জন্য LAN করা হয়।এটা তুলনামুলক ভাবে একটা ছোট এলাকার মধ্যে অনেক দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে।


Local Area Connection Imageচিত্রঃ LAN (লোকাল এরিয়া কানেকশান)


পুর্বে ARCNET ও TOKEN RING এই দুই প্রযুক্তি ব্যবহৃত হত। কিন্তু বর্তমানে ইথারনেট(Ethernet) এবং ওয়াইফাই(Wi-Fi) এই দুই প্রযুক্তি সর্বাধিক জনপ্রিয়।


MAN কি?


             Metropolitan Area Network এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে MAN। একটি শহরে অথবা একটি বড় এলাকায় নেটওয়্যার্কিং এর ক্ষেত্রে MAN ব্যবহৃত হয়।মুলত উচ্চ প্রযুক্তি যেমন ফাইবার অপ্টিক লিঙ্ক সংযুক্ত কতকগুলো LAN এর সমন্বয়ে MAN গঠিত।


Metropolitan area networkচিত্রঃ MAN


WAN কি?

             Wide Area Network এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে WAN। LAN ও MAN যেখানে একটি নির্দিষ্ট এলাকাতে সীমাবদ্ধ WAN সেখানে তুলনামুলকভাবে অনেক বড় এলাকা নিয়ে বিস্তৃত। কয়েকটি বড় বড় শহরের মধ্যে অথবা একটি সমগ্র দেশকে নেটওয়ার্কিং এর আওতায় আনতে WAN করতে হয়।







0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More