Monday, 2 May 2011

জেনে নিন নেটওয়্যার্কিং এর খুটিনাটি (২য় পর্ব)।

আজকে আলোচনা করব কাজের ভিত্তিতে নেটওয়ার্কিং এর বিভিন্ন অংশ।

পিয়ার টু পিয়ার নেটওয়ার্কঃ

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এ প্রত্যেকটি কম্পিউটার কেন্দ্রীয়ভাবে একটি হাব বা সুইচ এর সাথে সংযুক্ত থাকে।এখানে কোন সার্ভার থাকে না।প্রত্যেকটি কম্পিউটার একটি হাব এর সাথে যুক্ত থাকে।কেন্দ্রীয়ভাবে কেউ কাউকে নিয়ন্ত্রন করে না।এটি ইনস্টল করা এবং নিয়ন্ত্রন করা অনেক সোজা।মুলত ইউজাররা তাদের হার্ডডিস্ক স্পেস, প্রিন্টার ইত্যাদি শেয়ার করে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে।এই নেটওয়ার্কে ইউজার সংখ্যা ১০ বা তার চেয়ে কম।


 Peer_to_peer_networkচিত্রঃপিয়ার টু পিয়ার নেটওয়ার্কিং


ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কঃ

এই নেটওয়ার্ক এ কেন্দ্রীয়ভাবে একটা সার্ভার থাকে।এর ইউজার থাকে অসংখ্য।ইউজার যতই হোক না কেন কেন্দ্রীয় সার্ভার থেকে ইউজারদেরকে নিয়ন্ত্রন করা হয়।সমস্ত ধরনের তথ্য সার্ভারে স্টোর করা থাকে।ইউজাররা সেখান থেকে সেবা নিয়ে থাকে।এই ধরনের নেটওয়ার্কে অনেক ধরনের সেবা দেওয়া হয় যেমনঃ ইমেইল,ওয়েব সাইট ম্যানেজনেন্ট,ডাটাবেজ ম্যানেজমেন্ট ইত্যাদি।এটি সেট আপ করতে অনেক খরচ লাগে।


Client_server_network

1 comments:

Harrah's Cherokee Casino & Hotel - Mapyro
Get directions, reviews and information 과천 출장샵 for Harrah's Cherokee 강원도 출장마사지 Casino & 삼척 출장샵 Hotel in Cherokee, 밀양 출장안마 NC. Location: 12406 North 경상북도 출장샵 Carolina St.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More