Tuesday, 3 May 2011

OSI Model সম্পর্কে আলোচনা।

OSI Model কি?

নেটওয়ার্কিং  এ একটি গুরুত্বপুর্ন অংশ হচ্ছে ওএসআই মডেল। OSI হচ্ছে Open System Interconnection এর সংক্ষিপ্ত রূপ।১৯৭৪ সালে ISO (International System Of Organization) কতৃক এটি প্রতিষ্ঠিত হয়।মুলত কম্পিউটার ও অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইস সমুহের মধ্যে কিভাবে যোগাযোগ গড়ে উঠে সেটাই নির্দেশ করে এই  OSI Model।এটি একটি লজিক্যাল মডেল কিন্তু পিজিক্যাল মডেল না। এই মডেল এ সাতটি লেয়ার থাকে।উপরের তিনটিকে বলে আপার লেয়ার। নিচের চারটিকে বলে লোয়ার লেয়ার।


নিচের ছবিটির দিকে তাকান।এখানে লেয়ার গুলোর ভাগ দেওয়া আছে।


osi-model-7-layers


ছবিটির দিকে ভাল করে লক্ষ্য করুন। দেখুন উপরের চারটি লেয়ার কে বলে "হোস্ট লেয়ার" আর নিচের তিনটিকে বলে "মিডিয়া লেয়ার"OSI Modelএ সবচেয়ে নিচের লেয়ারটিকে বলে Physical Layer এবং PDU হিসেবে আছে BitsPDU হচ্ছে Protocol Data Unit এর সংক্ষিপ্ত রূপ।এই লেয়ার এ মিডিয়া, সিগনাল, বাইনারি ট্রান্সমিশন ইত্যাদি ধরনের কাজ হয়ে থাকে। একই ভাবে সবচেয়ে উপরের ধাপটিকে বলে Application Layer এবং PDU হিসেবে আছে Data।এই লেয়ার এ নেটওয়ার্ক প্রসেসিং এর কাজ হয়ে থাকে।


আরো ভালোভাবে বুঝার জন্য নিচের ছবিটির দিকে ভাল করে লক্ষ্য করুন


চিত্রঃ ডাটা ট্রান্সমিশন

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More